Lunar Eclipse: ১৬ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, কুপ্রভাব কাটানোর সহজ ৭টি উপায়
২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৬ মে অর্থাৎ বুদ্ধপূর্ণিমার দিনে। চন্দ্রগ্রহণ শুরু হবে সতাল ৭টা ২ মিনিটে। আর শেষ হবে বেলা ১২টা ২০ মিনিটে। তবে ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। কিন্তু চন্দ্রগ্রহণ – তাই তার কুপ্রভাব কাটাতে কতগুলি নিয়ম মানা খুবই জরুরি। প্রাচীণ বিশ্বাস হল চন্দ্রগ্রহণের সময় কোনও শুভকাজ করতে নেই। তাতে বরং অশুভই […]