National Emblem : খোলা শ্বদন্ত, হিংস্র অভিব্যক্তি! মোদী উন্মোচিত প্রতীক নিয়ে বাড়ছে ক্ষোভ

emblem scaled

নতুন পার্লামেন্ট ভবনের উপর জাতীয় প্রতীকের উন্মোচন সোমবারই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু উন্মোচনের কয়েক ঘণ্টা কাটতে না কাটতে তৈরি হল বিতর্ক। আর তা নিয়ে রীতিমতো শোরগোল শুরু করে দিয়েছেন বিরোধীরা। নতুন ভবনে উপর অশোক স্তম্ভের বর্তমান চেহারার সঙ্গে আগের চেহারার পার্থক্য ধরা পড়েছে। আর এটাকে জাতীয় প্রতীকের অপমান বলে সরব হয়েছেন তাঁরা। […]