Trangra Fire: ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল ট্যাংরার আগুন, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ মমতার

WhatsApp Image 2022 03 13 at 2.33.14 PM

১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল ট্যাংরার মেহের আলি লেনের গুদামের আগুন। গুদামের দোতলা সমান উঁচু দেওয়ালে ফাটল ধরেছে। দেওয়ালটি যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দমকলকর্মীরা। রবিবার সকালে ঘটনাস্থলে যান পুলিশ সুপার বিনীত গোয়েল। দমকল সূত্রে জানা গিয়েছে, গুদামের দেওয়ালটি ভেঙে ফেলা হবে। ট্যাংরার মেহের আলি লেনের গুদামের অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ […]