Kash Patel: ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে এফবিআই প্রধানের দায়িত্ব দিলেন ট্রাম্প

Kash Patel

জল্পনা ছিলই, তা সত্যি হল। গুজরাটি কাশ্যপ প্যাটেলকে FBI-এর মাথায় নিয়ে এলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। প্রশাসনিক থেকে অন্যান্য সবমহলে তিনি ‘কাশ’ নামেই বেশি পরিচিত। সোশ্যাল মিডিয়ায় কাশ্যপ প্যাটেলকে FBI-এর শীর্ষকর্তা হিসেবে ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘কাশ একজন চমৎকার আইনজীবী। উনি আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী এক যোদ্ধা। দুর্নীতি উন্মোচন, ন্যায়বিচার এবং আমেরিকার জনগণকে রক্ষা […]