মা হলেন তিশা, মেয়ের নাম জানিয়ে সদ্যজাত কন্যার ছবি পোস্ট ফারুকীর
বুধবার কন্যাসন্তানের জন্ম দিলেন বাংলাদেশের অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা (Nusrat Imrose Tisha)। বাবা হলেন পরিচালক মোস্তাফা সরয়ার ফারুকী (Mostofa Sarwar Farooki)। বুধবার রাত ৮টা ২৭ মিনিটে ঢাকার একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিশা। বাংলাদেশের সংবাদমাধ্যমে ফারুকী জানান, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। ফেসবুকে মাতৃত্বকে আলিঙ্গন করবার খবর নিজেই জানান তিশা। তিনি লেখেন, ‘সর্বশক্তিমানের বাগান […]