Tehran: প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক, ‘তেহরান’ নিয়ে আসছেন John Abraham
নতুন অ্যাকশন থ্রিলার নিয়ে হাজির হতে চলেছেন অভিনেতা জন আব্রাহাম।ছবির নাম ‘তেহরান’। ছবির একটি পোস্টারও এদিন অনুরাগীদের জন্য শেয়ার করেছেন জন, তাতে দেখা গিয়েছে সত্য ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি হচ্ছে নতুন এই অ্যাকশন থ্রিলার ৷ তিনি লিখেছেন, “২০২৩ সালে একটি অ্যাকশন প্যাকড সাধারণতন্ত্র দিবসের জন্য প্রস্তুত হন। আমার পরবর্তী ছবি তেহরান-এর ঘোষণা করতে পেরে […]