Ranveer-Deepika: প্রেমে মিশল অ্যাডভেঞ্চার, প্রকৃতির বুকে রণবীরের বাহুলগ্না দীপিকা
রণবীর সিং-এর ৩৭তম জন্মদিন। বাজিরাও তাঁর মস্তানিকে নিয়ে চলে গিয়েছিলেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে কোয়ালিটি টাইম কাটাতে। জন্মদিন চলে গিয়েছে গত ৬ জুলাই। তবে আজ ৬দিন বাদে অভিনেতা জুটি তাঁদের ইনস্টাগ্রামে তাঁদের বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করেছেন। তাঁদের সেই রোম্যান্টিক ছবি দেখে ইতিমধ্যেই বলিপাড়ায় শোরগোল পরে গিয়েছে। সম্প্রতি বেয়ার গির্লসের সঙ্গে এপিসোডের জন্যই রণবীর গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। […]