সামনের মাস থেকে বাড়তে পারে ম্যাগি, কিটক্যাট সহ একাধিক নেসলে পণ্যের দাম
মূল্যবৃদ্ধির প্রকোপ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গোটা দেশের। পেট্রল-ডিজেলের লাফিয়ে দাম বৃদ্ধি, বড় প্রভাব ফেলছে সারা দেশের পরিবহন পরিষেবায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে৷ চাল-ডাল-নুন-তেল ইত্যাদি তো আছেই, সঙ্গে যোগ হয়েছে পাতিলেবুও। দেশে পাতিলেবুর দির পৌঁছে গিয়েছে 250 টাকায়। মূল্যবৃদ্ধির ফাঁডায় কার্যত জেরবার গোটা দেশ। বাড়তে পারে দুধের দামও। এই অবস্থায় দেশের নাগরিকদের আরও খারাপ খবর দিল, […]