আগামীকাল থেকে রাজ্যে বাড়ছে পাউরুটির দাম! জানুন, নতুন দাম কত হচ্ছে?
রবিবার (৩০ জানুয়ারি) থেকেই রাজ্যে বেড়ে যাচ্ছে পাউরুটির দাম। ময়দা, চিনি তেলের মতো পাউরুটি তৈরির উপরকরণগুলির দাম বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বেকারি মালিকরা। রবিবার থেকে প্রতি ৪০০ গ্রাম পাউরুটির (Bread Price Hike) দাম বাড়ছে ৪ টাকা। এই পাউরুটির দাম আগে ছিল ২৮ টাকা। এবার ৩২ টাকা দিয়ে কিনতে হবে সেই পাউরুটি। আর প্রতি ২০০ […]