জমা ১১ হাজার কোটি টাকা, খরচ মাত্র ৪ হাজার কোটি! PM CARES-এ নিয়ে বিপাকে কেন্দ্র
দেশে করোনা অতিমারি ভয়াল রূপ ধরতে ২০২০ সালের মার্চ মাসে গঠন করা হয়েছিল পিএম কেয়ার্স ফান্ড। নানা মহল থেকে অনুদান এবং বেতন থেকে পাওয়া টাকায় আজ ফুলে ফেঁপে উঠেছে সেই তহবিল। ২০২০-২১ অর্থবর্ষেই অন্তত তিন গুণ হয়ে এখন ১০ হাজার কটি টাকয় দাঁড়িয়েছে তা। অথচ খরচ হয়েছে মাত্র ৩৯৭৬ কোটি, জানাচ্ছে পিএম কেয়ার্সের অডিট। এক […]