রাজ চক্রবর্তীর হাত ধরে অভিনয়ে কামব্যাক বাবুল সুপ্রিয়র, বিপরীতে ‘চারু’ দেবচন্দ্রিমা
অভিনয়ে কামব্যাক করছেন বাবুল সুপ্রিয়(Babul Supriyo)।২০০৭ সালে তরুণ মজুমদারের ‘চাঁদের বাড়ি’ ছবিতে বাবুলের বিপরীতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। গত বছর কয়েকের মধ্যে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দু’টি ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন এই শিল্পী-রাজনীতিবিদ। তবে এবার ফের নায়কের চরিত্রে হাজির হতে চলেছেন বাবুল। হিসেবে করে দেখলে পাক্কা ১৪ বছর পর। তবে বড়পর্দায় নন, এবার ছোটপর্দায়। বিধায়ক-পরিচালক […]