দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চনের স্পোর্টস ড্রামা Jhund, জানুন তারিখ

jhund 1605708060

করোনার দাপটের আগেই একাধিক ছবি নিয়ে কাজ শুরু করেছিলেন অমিতাভ বচ্চন। যার মধ্যে অন্যতম ছবি ছিল ঝুন্ড। অবশেষে ঘোষণা হয়ে গেল ছবির মুক্তির তারিখও। ৪ মার্চ মুক্তি পাচ্ছে ‘ঝুন্ড’। মঙ্গলবার এই ফিল্মের অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় ‘ঝুন্ড’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন। তিনি টুইটারে লেখেন, ‘অমিতাভ বচ্চনের ‘ঝুন্ড’ আসছে ৪ মার্চ। অমিতাভ বচ্চন ও ‘সাইরাট’ […]