Arpita Mukherjee: অর্পিতার মামা বাড়ি গিয়ে মাছ ধরতেন মন্ত্রীমশাই! ক্ষোভে ফুঁসছে হুগলির জাঙ্গিপাড়া
হুগলির মথুরাবাটি গ্রামের একটি পরিবারের হঠাৎ করে বিত্তশালী হয়ে ওঠা রীতিমতো ধন্ধে ফেলেছিল গ্রামবাসীদের। শুধু বিত্তশালী হওয়াই নয় ক্ষমতার জোরে ভেঙে দিয়েছিলেন গ্রামের সরকারি জলের কল। এমনকি ক্ষমতাবান আত্মীয়র প্রভাবে পরিবারের সদস্য জুটিয়েছিলেন চাকরিও। কথা হচ্ছে, এসএসসি কান্ডে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের মামার বাড়ির গ্রাম সম্পর্কে। ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই সব অভিযোগ তুলেছেন হুগলির জাঙ্গিপাড়া […]