দুবাই এক্সপোর নারী প্যাভেলিয়নে নোবেলজয়ী মালালা, নারী শিক্ষা নিয়ে দিলেন জোরালো বার্তা
আরব আমিরাতের শহর দুবাইয়ে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুবাই এক্সপো-২০২০। পৃথিবীর ১৯২টি দেশ এই মেলায় প্যাভিলিয়ন গড়ে তুলেছে।দেশবিদেশের বহু নামিদামি ব্যাক্তিত্ব এই এক্সপোতে গিয়েছেন। এবার সেখানে দেখা গেল নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে। স্বামী আসার মালিক ও পরিবারের সদস্যদের নিয়ে এই মেলায় যান। নারী প্যাভিলিয়ন ঘোরার পর মালালা বলেন, ‘এখনও গোটা বিশ্বে প্রায় ১২৭ মিলিয়ন মেয়ে শিক্ষা […]