Rachna Banerjee: ভোট প্রচারে মাটিতে বসে মধ্যাহ্নভোজ রচনার, মেনুতে কী ছিল?

RACHANA

হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। টিকিট পাওয়ার পর থেকে প্রচারে ব্যস্ত তৃণমূলের তারকা প্রার্থী। কখনও রোড শো, তো কখনও পায়ে হেঁটে প্রচার করছেন তিনি। শনিবার সকালে প্রথমে বেড়াবেড়ি পঞ্চায়েতের দক্ষিণপাড়ায় হুডখোলা গাড়িতে রোড শো করেন। সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পুজো দেন। বেড়াবেড়ি হরিসভায় পুজো দেন তিনি। ভিড় জমানো সাধারণ ভোটারদের উদ্দেশে বাতাসা হরিলুট দেন। প্রচারের ফাঁকে চৌখণ্ডীপোতায় […]