Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে বড় চমক, ৪০ লাখ টাকায় তৈরি হচ্ছে নতুন রথ
এবার রথযাত্রায় নয়া চমক অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। প্রায় ১২ বছর পর পুরীতে জগন্নাথ মন্দিরের রথযাত্রায় থাকছে এবার নতুন রথ। নয়া এই রথ তৈরিতে হাত লাগিয়েছেন ওডিশার আট কারিগর। আগামী ২৫ জুনের মধ্যেই তৈরি হয়ে যাবে নতুন রথ। জানা যাচ্ছে, এই রথের উচ্চতা ৩৬ ফিট। আগের রথের উচ্চতা ছিল ২০ ফিট। রথটির দৈর্ঘ্য ও প্রস্থের […]