Lockdown: ১ কোটি ৯০ লাখ বাসিন্দাকে ‘ঘরবন্দি’ করল চিন! ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ

lockdown

গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ৩৪০০ জন। ২০২০ সাল থেকে দেশ জুড়ে এই গতিতে কখনও করোনা বাড়েনি চিনে। ফলে ঘনাচ্ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, শি জিনপিং সরকারের ‘কোভিড-শূন্য’ রণকৌশল কি কাজে দিচ্ছে না? জানা গিয়েছে কোভিডের বাড়বাড়ন্তের জন্য শেনজেন শহরের একাধিক বিধিনিষেধ আরোপিত হয়েছে। ইউরোপ এবং চিনে ফের একবার দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। কিছুদিন আগেই ৯ মিলিয়ন […]