সরস্বতী পুজোর পরদিনই শীতল ষষ্ঠী, জানুন কেন এদিন গোটাসেদ্ধ খাওয়ার প্রথা?

gota seddho

শ্রীপঞ্চমীর দিন প্রতি বাঙালির ঘরে ঘরে পালিত হয় সরস্বতী পুজো। আর তার পরেরদিন শীতল ষষ্ঠীর ব্রত পালন করেন বাঙালি মেয়েরা। এই বছর ৬ ফেব্রুয়ারি রবিবার শীতল ষষ্ঠী পালিত হবে। শীতল ষষ্ঠীকে অপভ্রংশে শেতল ষষ্ঠী বলে থাকেন অনেকে। মা-ঠাকুমার কাছে এক কথায় গোটা সেদ্ধ। বাঙালির বারো মাসে তেরো পার্বণের এও এক পার্বণ। বছরভর বিভিন্ন ষষ্ঠী পুজোর মধ্যে অন্যতম […]