Gupi Gayen Bagha Bayen: পর্দায় ফিরছে গুপী-বাঘা! কী বলছেন পরিচালক পাভেল?
বাঙালির নস্টালজিয়ায় যে কয়েকটা ছবি বিশাল জায়গা দখল করে রেখেছে, তার মধ্যে অন্যতম গুপী গাইন বাঘা বাইন। ভূতের রাজার তিন বরেই বদলে গিয়েছিল গুপী আর বাঘার জীবন। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা জনপ্রিয় এই গল্প নিয়ে ছবি তৈরি করেছিলেন তাঁরই নাতি সত্যজিৎ রায়। এবার সেই গল্প নিয়েই ফের ছবি তৈরি করতে চলেছেন পাভেল। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে […]