North Sikkim: তুষারপাত দেখতে চান? আজ থেকেই পর্যটকদের জন্য খুলে গেল উত্তর সিকিমের দরজা

snow

শীতের মুখে পর্যটকদের জন্য সুখবর। দীর্ঘ সময়ে বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল গুরুদংমার লেকে যাওয়ার রাস্তা। চুংথাং, লাচেন এবং লাচুং-এর পথে রবিবার সকাল থেকে পর্যটকদের গাড়ি যাতায়াত শুরু করেছে। সিকিমের পর্যটনমন্ত্রী টিটি ভুটিয়ার ঘোষণা, নর্থ সিকিমে যাওয়ার জন্য পর্যটকদের পারমিট দেওয়া শুরু হয়েছে। এর আগে টুং-নাগা রোডে গাড়িগুলির ট্রায়াল রান হয়েছে। আজ থেকেই খুলে […]