‘বঙ্গ বিজেপি অভিভাবকহীন- এবার বোমা ফাটালেন হিরণ; মানসিক সমস্যা আছে ওদের, পাল্টা কটাক্ষ দিলীপের
ফের বোমা ফাটালেন বিজেপি (BJP) বিধায়ক হিরণ। তাঁর তির্যক মন্তব্য, “বঙ্গ বিজেপি যেন অভিভাবকহীন! আগলে রাখতে পারছে না নিজের সন্তানদের। সংসারে বাবা-মায়ের মধ্যে অশান্তি হয়, ভাই-বোনের মধ্যে ঝগড়া হয়। দিনের শেষে আবার সব ঠিকও হয়ে যায়। তবে একজন অভিভাবক কিংবা বাবা-মায়ের কখনও নিজের সন্তানের হাত ছেড়ে দেওয়া উচিত নয়! তাহলে কিন্তু সন্তানরা হয় বিপথে চলে […]