Varanasi: বারাণসীর সবজি বিক্রেতার অ্যাকাউন্টে ১৭২ কোটি! উৎসের খোঁজে আয়কর দপ্তর

rupee

১৭২ কোটি টাকা জমা পড়েছে সবজি ব্যবসায়ীর অ্যাকাউন্টে । টাকার অঙ্ক দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই । বিপুল টাকা তাঁর নয় বলেই দাবি ব্যবসায়ীর। এই ঘটনার তদন্ত শুরু করেছে আয়কর দপ্তর। জানা গিয়েছে, বিজয় রাস্তোগি নামে ওই সবজি বিক্রেতা উত্তরপ্রদেশের মাইগর রাইপাত্তির বাসিন্দা। স্ত্রী ও সন্তানকে নিয়ে সংসার তাঁর। সম্প্রতি তাঁর অ্যাকাউন্টে ১৭২ কোটি টাকা […]