21st July: মঞ্চে থাকলেও ‘মমতা আলোয়’ আড়ালেই থাকলেন তারকারা
কোভিডের কারণে দু’বছর বন্ধ থাকার পর গতকাল একুশে জুলাইয়ের সমাবেশ হয়েছে ধর্মতলায়। সমাবেশের মঞ্চে দেখা গিয়েছে বহু বিশিষ্টদের। আর তাদের মধ্যে অন্যতম হলেন গায়ক নচিকেতা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ভাষণ শুরু করার ঠিক আগেই নচিকেতার কণ্ঠে শোনা যায় সেই পরিচিত গান, ‘তুমি আসবে বলেই…।’ আর তারপরেই মমতাকে লক্ষ্য করে নচিকেতা ৮ বলেন, ‘দিদি তুমি […]