জায়নামাযে দাঁড়ালেই নানা কথা মনে হয়, রইল নামাযে মনোযোগ বাড়ানোর পাঁচ উপায়
মুমিন জীবনের অন্যতম একটি ইবাদত হলো সালাত বা নামাজ। ইসলামের প্রথম স্তম্ভ সালাত এবং কেয়ামতের দিন সর্ব প্রথম বিচার ফয়সালা হবে সালাতের মাধ্যমে। রাসূল (সা.) বলেছেন, কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। (তিরমিজি) দৈনন্দিন জীবনে সালাত আদায়ের ক্ষেত্রে বিঘ্নতা, অলসতা ও নানা ধরনের চিন্তার সম্মুখীন হয় আমরা । এর প্রধান কারণ সালাতে একনিষ্ঠতা, মনোযোগ না থাকা। […]