দেশে পরীক্ষামূলক ৫জি পরিষেবার সূচনা, প্রথম ফোন করলেন টেলিকম মন্ত্রী
দেশের প্রথম ৫জি (5g) অডিও ভিডিও সফল ভাবে পরীক্ষা করা হল। তাতে অংশ নিলেন দেশের যোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishvbav)। আইআইটি মাদ্রাজ (IIT Madras) এই প্রযুক্তির উদ্ভাবক। সেখানেই পরীক্ষামূলক ভাবে প্রথম ৫জি অডিও ও ভিডিও দুই কলই করলেন অশ্বিনী। ভারতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘কু’-তে পোস্ট করে সকলকে একথা জানিয়েছেন তিনি নিজেই। টেলিকম মন্ত্রীকে লিখতে দেখা […]