Monkey: ২০টি বাঁদরের আক্রমণে মৃত্যু ৭০ বছরের বৃদ্ধার
বাজার থেকে কেনাকাটা করে গ্রামের রাস্তায় হেঁটে বাড়ি পিরছিলেন তেলঙ্গানার কামারেড্ডি জেলার ৭০ বছরের এক বৃদ্ধা। সেই বৃদ্ধার সামনে আচমকাই একে একে এসে হাজির হয় ২০টি বাঁদর। এরপর বাঁদর সেনার দল একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে হামলা করে বৃদ্ধাকে। ২০টি বাঁদরের হানায় রামারেড্ডি গ্রামে মারা যান ছাতারাবইনা নারসাভ্ভা নামের ৭০ বছরের সেই বৃদ্ধা। বাঁদরদের হামলা থেকে বাঁচার […]