Lata Mangeshkar: অস্থিভষ্ম তুলে দেওয়া হল পরিবারের হাতে, সংগ্রহ করলেন ভাইপো

lata ashes

প্রয়াত সুরসম্র্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) চিতাভস্ম তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হল। সোমবার সকালে মুম্বইয়ের শিবাজি পার্ক থেকে কিংবদন্তি সংগীত শিল্পীর চিতাভস্ম সংগ্রহ করেন তাঁর ভাইপো আদিনাথ মঙ্গেশকর (Adinath Mangeshkar)। লতা মঙ্গেশকরের ছোট ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে আদিনাথ মঙ্গেশকর। সোমবার তাঁকে শ্মশান থেকে আস্থিকলশ (ছাইয়ের কলসি) আনতে দেখা যায়। পিটিআইকে সহকারী পুর কমিশনার কিরণ […]