বছর শুরুতেই বিপত্তি, থানায় অভিযোগ দায়ের ‘উরি’-র নায়কের বিরুদ্ধে
বছর শুরুতেই নয়া বিপত্তি। ভিকি কৌশলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ইন্দোরের যুবক জয় সিং যাদব। জয়ের অভিযোগ, যে বাইকে করে ভিকি শুটিং করেছেন সেই বাইকের নম্বর প্লেটটি আদপে তাঁর। জয় সিংয়ের অভিযোগ, তাঁকে না জানিয়ে তাঁরই বাইকের নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে ভিকির ছবিতে। দিন কয়েক আগেই একটি ছবির শ্যুটিংয়ে বাইকে চড়ে ভিকির […]