Rashmika Mandanna: লাল গাউনে লাস্যময়ী রশ্মিকা, কিন্তু কেন হলেন ট্রোলড?
বলি ইন্ডাস্ট্রিতে দক্ষিণী তারকার যোগ দিনে দিনে বেড়েই চলেছে। সামান্থা থেকে নয়নতারা, রশ্মিকা মন্দানার জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। এখন তো রশ্মিকা মন্দানা ন্যাশনাল ক্রাশও বটে। সিনেমার পর্দা হোক বা সোশ্যাল মিডিয়া রশ্মিকা জাদু সর্বত্রই জারি। তাঁর উপস্থিতিতেই যেন মন ভরে যায় দর্শকের। ইনস্টা হ্যান্ডেলে সুন্দ সুন্দর ছবি পোস্ট করে অনুরাগীদের হৃদয় জয় করেন দক্ষিণী লেডি সুপারস্টার। […]