Rakhi Sawant: চুরি, মারধরের অভিযোগ, গ্রেফতার রাখি সাওয়ান্তের স্বামী

adil khan durrani 001

সোমবার রাতেই স্বামী আদিলের বিরুদ্ধে ওশিওয়াড়া থানায় অভিযোগ জানান, রাখি সাওয়ান্ত। তাঁর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাখির স্বামীকে আদিল দুরানিকে গ্রেফতার করল ওশিওয়াড়া থানার পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় আদিলের বিরুদ্ধে এফআইআর রুজু করেন রাখি। সম্পত্তি চুরি, বিশ্বাসভঙ্গের মতো অভিযোগ রয়েছে আদিলের বিরুদ্ধে। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না […]