Adipurush : রামায়ণে যৌনতার সুড়সুড়ি! ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে মামলা কলকাতা হাই কোর্টে
দিল্লি, এলাহাবাদের পর এবার কলকাতা হাইকোর্টের আদিপুরুষ ছবির বিরুদ্ধে অভিযোগ জানানো হল। রামায়ণের মতো মহাকাব্যের গল্পে অযথা যৌনতার সুড়সুড়ি দেওয়া হয়েছে, এই অভিযোগ আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী তন্ময় বসু।বিচারপতি টি. এস. শিবাগনানাম ও বিচারপতি অজয়কুমার গুপ্তার এজলাসে এই মামলা দাখিল হয়েছে। তন্ময় বসুর অভিযোগ, রামায়ণের মতো মহাকাব্যকে ‘আদিপুরুষ’ সিনেমায় বিকৃত করা হয়েছে। আর যে নারী […]