Salman-SRK: গল্প লিখছেন আদিত্য চোপড়া, হাত মেলাচ্ছেন সলমন-শাহরুখ?
ফের এক হচ্ছেন বলিউডের ‘করণ-অর্জুন’। রুপোলি পর্দায় আবারও একসঙ্গে ধরা দেবেন তাঁরা, আর সেটা কোনও ক্যামিও রোলে নয়। বলিউডের টাইগার আর পাঠানকে এক করছেন আদিত্য চোপড়া। যশ রাজ ফিল্মসের আসন্ন এক ছবিতে স্ক্রিন শেয়ার করবেন দুই খান। যদিও এই গুঞ্জন নিয়ে এখন মুখে কুলুপ প্রযোজনা সংস্থার। শোনা যাচ্ছে দুই হিরোকেই অ্যাকশনে দেখবে দর্শক। শাহরুখ এবং […]