Sara Ali Khan: মেট্রো চেপে কাজে গেলেন সারা আলি খান, ছবি পোস্ট করে কী লিখলেন
এবার যদিও ভিন্ন কারণে খবরে এলেন সারা আলি খান। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, মেট্রো-তে বসে সারা। পরমে সাদা কুর্তি। চোখে কালো ফ্রেমের চশমা। চুল খোলা। সঙ্গে গোলাপী রঙের ব্যাগ। এই ছবি পোস্ট করেছেন সারা। আর ক্যাপশনে লেখেন, কখনও তোমাদের আগে ভাবিনি আমি মুম্বই মেট্রোতে চড়ব। পোস্টটি সারা অনুরাগ […]