UK Election: প্রায় ৭০ বছর পর ফিলিস্তিনপন্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে আসন হারাল লেবার পার্টি
যুক্তরাজ্যে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে উত্তর–পশ্চিমাঞ্চলীয় সাবেক শিল্পনগরী ব্ল্যাকবার্নে লেবার প্রার্থী কেট হলার্নকে হারিয়েছেন ফিলিস্তিনপন্থী স্বতন্ত্র প্রার্থী আদনান হোসেইন(Adnan Hussain )।বিশ্লেষকদের মতে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে লেবার পার্টির অবস্থানে দলটির অনেক ভোটারের মধ্যে যে বিভক্তি ও অসন্তোষ রয়েছে, সেটিরই ইঙ্গিত স্বতন্ত্র প্রার্থী আদনানের এ জয়।রাজনীতিতে নতুন আসা আদনান হোসেইন ভোট পেয়েছেন ১০ হাজার ৫১৮টি। […]