Adrit-Kaushambi: ব্রেকআপ জল্পনা উড়িয়ে ইনস্টায় আদুরে ছবি, বাতাসে আদৃত-কৌশাম্বীর বিয়ের খবর
নতুন বছর আসতে না আসতেই টলিপাড়ায় নাকি বাজতে চলেছে বিয়ের সানাই। চার দিকে আলোচনা জানুয়ারিতেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী। নিজেরা স্বীকার করেননি এখনও পর্যন্ত। তবে আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর প্রেমের কথা আর কারও অজানা নয়। দুই বাড়ির বড়রাও সম্পর্কের ব্যাপারে অবগত। কবে বিয়ে তাঁদের? বিগত বেশ কিছু […]