Mithai End: শুটিং শেষে একে অপরকে আলিঙ্গন আদৃত-সৌমিতৃষার, মন খারাপ মিঠাই প্রেমীদের
শুটিং শেষ। মোদক পরিবারের হাসি-মজা-খুনসুটিতে ভরা মুহূর্তগুলো আর ফিরবে না। টেলিভিশনের সেই স্লটটা একই থাকবে, শুধু বদলে যাবে ধারাবাহিকের নাম। এভাবেই আড়াই বছরের জার্নি শেষ হল ‘মিঠাই’ ধারাবাহিকের। এদিন ভারতলক্ষ্মী ষ্টুডিও খুলে দেওয়া হয়েছিল মিঠাই-য়ের ভক্তদের উদ্দেশে। তাঁদের সবচেয়ে বড় পাওনা ছিল ‘সিধাই’ জুটি। শেষদিনের শ্যুটিং-এ কেক কাটার সময় একে-অপরকে জড়িয়ে ধরেন আদৃত আর সৌমিতৃষা। […]