Air India Flight : সহযাত্রীর আসনের পাশে মলত্যাগ! প্রস্রাবকাণ্ডের পর ফের বিমানে অভব্যতা
বিমানের কেবিনে যাত্রীদের প্রস্রাব করার ঘটনার যেন কোনও অন্ত নেই। তবে এতদিন ধরে এই ধরনের ঘটনা মূলত আন্তর্জাতিক উড়ানেই দেখা গিয়েছিল। তবে এবার ঘরোয়া উড়ানেও এই একই ঘটনা। শুধু তাই নয়, কেবিনেই অভিযুক্ত যাত্রী মলত্যাগও করেছেন বলে অভিযোগ। ঘটনাটি গত ২৪ জুন ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মুম্বই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AIC ৮৬৬ নম্বর বিমানে […]