Air Quality: পৃথিবীর সবথেকে দূষিত শহরগুলির মধ্যে ৬৩টিই ভারতে! দূষিত রাজধানীর ‘খেতাব’ দিল্লির মাথায়
পৃথিবীর সবথেকে দূষিত শহরগুলির মধ্যে ৬৩টি শহরই ভারতে অবস্থিত। আইকিউ এয়ার নামক একটি সুইডেনের সংস্থার বিশ্ব বায়ু মান সংক্রান্ত রিপোর্টে উঠে এল এমনই তথ্য। বায়ু দূষণের মাত্রা গড় মাত্রা প্রতি ঘনমিটারে ৫৮.১ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র বায়ু মানের নির্দেশিকা অনুযায়ী স্বাভাবিকের তুলনায় ১০ গুণ বেশি। হু-র বায়ু দূষণের মাপকাঠির নীচে নেই রিপোর্টে থাকা […]