ফাঁকা বিমানে ‘কাঁচা বাদাম’-এর তালে কোমর দোলালেন এয়ার হস্টেস, মুহূর্তে ভাইরাল ভিডিও

uma

নেটমাধ্যম কাঁপিয়ে এখন আকাশেও ভাইরাল বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম…’ গান। এ বার সেই গানে নাচলেন স্পাইসজেটের এক বিমানসেবিকা। উমা মীনাক্ষি নামে ওই বিমানসেবিকা ফাঁকা বিমানে ‘কাঁচা বাদাম’ গানের তালে নেচে নেটমাধ্যমে ভাইরাল হয়েছেন। বৃহস্পতিবার নিজেই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উমা। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে উমা মীনাক্ষি এবং যিনি রেকর্ড করছেন, তাঁরা ছাড়া আর কেউই […]