Airtel: আরও ৯টি সার্কেলে ৯৯ টাকার রিচার্জ বন্ধ করল এয়ারটেল
এয়ারটেল (Airtel) গ্রাহকদের জন্য বড় ধাক্কা ৷ শীঘ্রই ভারতী এয়ারটেল তাদের প্রি পেড রিচার্জের দাম বৃদ্ধি করতে চলেছে ৷ এবার এয়ারটেল গ্রাহকদের রিচার্জের জন্য দিতে হবে বেশি টাকা ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ৯টি সার্কেলে প্রি-পেড রিচার্জের দাম বাড়ানো হচ্ছে ৷ এর জেরে এবার থেকে ৯৯ টাকা রিচার্জের জন্য গ্রাহকদের দিতে হবে ১৫৫ টাকা ৷ […]