TMC in Goa: ‘‌নতুন ভোর দেখবে গোয়া’‌, ভোটের প্রচারে নয়া থিম সং তৃণমূলের

TMC GOA

১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভায় ভোট। অবশ্য ভোটের দিন ঘোষণার অনেক আগে থেকেই গোয়ায় সংগঠন বৃদ্ধির কাজ শুরু করেছে তৃণমূল। স্থানীয় ছোট দলের সঙ্গে হাত মিলিয়ে জোট গড়া। আম গোয়াবাসীর সঙ্গে জনসংযোগ সেরেছেন তৃণমূল নেতৃত্ব। একাধিক প্রতিশ্রুতিও দিয়েছে ঘাসফুল শিবির। এবার প্রকাশ্যে এল তাঁদের থিম সং, ‘দোন ফুলঞ্চ কাল, গোয়েনচি নভি সকাল’। অর্থাৎ এবার ‘নতুন ভোর […]