Prithviraj: RRR-এরপর এবার কোপ ‘পৃথ্বীরাজ’ ছবির মুক্তিতে, পিছিয়ে গেল ট্রেলার মুক্তির দিনও
বলিউডে একের পর এক করোনার (Coronavirus) প্রকোপ। একাধিক বলি তারকা কোভিডে আক্রান্ত হচ্ছেন। সেই সঙ্গে একের পর এক ছবি মুক্তির তারিখ স্থগিত করে দেওয়া হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল অক্ষয় কুমারের (Akshay Kumar) আগামী ছবি ‘পৃথ্বীরাজ’ (Prithviraj)। এই ছবিটি ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। […]