কেন অক্ষয় তৃতীয়াকে এত শুভ বলা হয় ? হিন্দু ধর্মে এর এত গুরুত্বই বা কেন ?
হিন্দু ক্যালেন্ডারের চারটি সবথেকে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে অক্ষয় তৃতীয়া একটি। বছরের শুভ দিনগুলির মধ্যেও এটি একটি। বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া উজ্জাপিত হয়। বলা হয় অক্ষয় তৃতীয়ার সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়া থেকে।সংস্কৃত অনুসারে ‘অক্ষয়’ শব্দের অর্থ হল ‘যার কোনও ক্ষয়’ নেই অর্থাৎ যা কখনোও শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় […]