বিপাকে বনশালি! মুক্তির দু’দিন আগে ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র নাম বদলের সুপ্রিম পরামর্শ
সঞ্জয় লীলা বনশালির আগেও তাঁর দু’টি ছবির নাম বদল করেছেন আদালতের নির্দেশে, ‘রামলীলা’, ‘পদ্মাবত’। এ বারে একই সমস্যায় জড়াল ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। ছবি ঘিরে বিতর্কে এ বার মধ্যস্থতা করল দেশের শীর্ষ আদালত। আগামী শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি আলিয়া ভাট অভিনীত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার দু’দিন আগে বুধবার শীর্ষ আদালতের পরামর্শ, নির্মাতা এবং গঙ্গুবাইয়ের পরিবারের দ্বন্দ্ব […]