Alia Bhatt, Ranbir Kapoor : বার্সেলোনার জার্সিতে মেয়ের নাম প্রকাশ করলেন রণলিয়া, বাংলায় – আরবিতে লিখে দিলেন নামের মানে
রণবীর কাপুর যে ফুটবল ফ্যান, সেকথা সকলেরই জানা। নিজেও ফুটবল খেলতে ভালবাসেন। আর চলতি ফিফা বিশ্বকাপের মাঝেই মেয়ের নাম প্রকাশ্যে আনলেন বার্সেলোনা ফ্যান বাবা রণবীর। নামেও অভিনবত্ব। বাবা-মা দুজনের নাম মিলিয়েই সন্তানের নামকরণ করা হয়েছে। আর সেই নামের অর্থও দারুণ। এমনকী সংংস্কৃত, আরবি ভাষায় তো বটেই বাংলা অভিধানেও মেয়ের নামের কী অর্থ? নিজেরাই জানালেন রণবীর-আলিয়া। […]