Tunisha Sharma: শুটিং সেটে আত্মঘাতী অভিনেত্রী, গ্রেফতার সহ-অভিনেতা

WhatsApp Image 2022 12 25 at 10.39.13 AM

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী তুনিশা শর্মা (Tunisha Sharma)। সম্প্রতি ‘আলি বাবা: দাস্তান এ কাবুল’ ধারবাহিকে অভিনয় করছিলেন তিনি। শনিবার মুম্বইয়ে সেই ধারাবাহিকের সেটেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেল। শুটিংয়ের সেটের মধ্যে বছর কুড়ির তুনিশাকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, মারা গিয়েছেন তুনিশা। মেয়ের […]