Winter Care Tips: ত্বকের কোমলতা ফেরাতে স্নানের জলে কয়েক ফোঁটা কী মেশাবেন?
শীতকালেই মানেই ত্বকের সমস্যার বাড়বাড়ন্ত। র্যাশ, চুলকানি তো আছেই। তবে শীত পড়তেই ত্বকের শুষ্কতা যেন ধেয়ে আসে। বছরের অন্য সময় যে ত্বক শুষ্ক থাকে না, তা কিন্তু নয়। তবে শীতকালে শুষ্কতার মাত্রা অনেক বেশি বেড়ে যায়। শীতকালে অনেকেই গরম জল ছাড়া স্নান করেন না। গরম জলে স্নান করলে সাময়িক ভাবে স্বস্তি পেলেও, আসলে ত্বকের উপর […]