Alpha: ‘স্পাই ইউনিভার্স’-এ এবার মহিলা গুপ্তচরদের গল্প? ইঙ্গিত দিল আলিয়া, শর্বরীর নতুন ছবি

alia

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল আলিয়া ভট্ট YRF-এর স্পাই ইউনিভার্সের পার্ট হতে চলেছেন। শুক্রবার আলিয়া নিজেই যখন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করলেন এবং ছবির নামও প্রকাশ্যে আনলেন, তখন কেটে গেল সব ধোঁয়াশা। সোশ্যাল মিডিয়া পোস্টে আলিয়া জানিয়েছেন- ছবির নাম ‘আলফা’। এতে সুপার এজেন্টের ভূমিকায় আলিয়ার সঙ্গে দেখা যাবে শর্বরী ওয়াঘকে – ও। শিরোনাম ঘোষণার মোশন পোস্টারে […]