Johnny Depp-Amber Heard: প্রাক্তন স্ত্রী অ্যাম্বারের বিরুদ্ধে মানহানির মামলা জিতলেন জনি ডেপ, পাবেন ১১৭ কোটি
দীর্ঘ লড়াই শেষ হল তবে! বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও তাবড় অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড। অন্যদিকে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে মানহানির মামলা দায়ের করেছিলেন জনি ডেপ। শেষপর্যন্ত কয়েক মাসের লড়াই শেষে জয়ী হলেন জনি। মাত্র ১৫ মাস সংসার করে ২০১৬ সালের মে মাসে বিচ্ছেদের আবেদন করেন হলিউড তরকা দম্পতি […]