Ambubachi: ২২ জুন অম্বুবাচী শুরু, জানুন এই সময় কী খাওয়া উচিত নয় ও কী করা উচিত নয়
অম্বুবাচী বহু চর্চিত একটি তিথি। তিথিটি নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন, নানা সংশয়, নানা ধারণা রয়েছে। তিথিটি গ্রামবাংলা শহর-নগরের বিধবা মহিলারা পালন করেন। প্রত্যেক বছরে আষাঢ় মাসে তিথিটি আসে। এই তিথিতে দেবী রজস্বলা হন বলে ধর্মবিশ্বাস। পঞ্জিকামতে আষাঢ় মাসের ৭ থেকে ১০ তারিখ অম্বুবাচী হয়। লোকবিশ্বাস, আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে […]